সীমান্তের খবর ডেস্ক :: বেনাপোল সীমান্তে বার্মিজ চাকুসহ যশোর শহরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং প্রধান রাজা ওরফে পিচ্চি রাজা আটক হয়েছে। শুক্রবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।
তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার (১২ জুন ২০২৫) বেনাপোল বাসস্ট্যান্ড এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজাকে আটক করেছে বিজিবি। এসময় আটককৃত ব্যক্তির নিকট থেকে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ২ বোতল বিদেশী মদ, ১টি বার্মিজ চাকু, ১টি মোবাইল এবং নগদ বাংলাদেশী ৪,২০০/-টাকা পাওয়া যায়।
আটককৃত রাজা ওরফে পিচ্চি রাজা (২৬) যশোর জেলার কোতোয়ালী থানার খোড়কী শহরের কলাবাগান রেল লাইনের দক্ষিণ ও রেলগেট পশ্চিম পাড়ার মজিবর ওরফে জাহাঙ্গীরের ছেলে।
বিজিবি জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়’ সে ছিনতাই, মাদক ও অস্ত্র ব্যবসাসহ ভাড়াটে খুনি হিসেবে কাজ করে। তার সহযোগী হিসেবে জয়, রাজিব এবং পিচ্চি রবি কাজ করে। তার নামে যশোরের কোতয়ালী থানায় হত্যা, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, বিস্ফোরক দ্রব্য আইন, অস্ত্র আইন এবং মাদক নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা রয়েছে। তার স্ত্রী ও ভাই বোনেরা মাদক ব্যবসার সাথে জড়িত। শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা একাধিক মামলার আসামি হওয়ায় ইতিপূর্বে র্যাব-৬ এর সদস্যরা তাকে আটক করেছিলো।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী আরও জানিয়েছেন, যশোর শহরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজা’ পুলিশের তালিকায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী। বর্তমানে সে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকায় যশোরের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটকের জন্য তৎপর ছিল। অবশেষে বিজিবি’র অভিযানে তাকে আটক করা হয়। মূলত রাজা রেলগেট পশ্চিমপাড়াসহ আশেপাশের এলাকায় শীর্ষ কিশোর গ্যাং প্রধান বলে জানান তিনি।
