ইয়ানূর রহমান : শার্শার পল্লীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তানজিম হোসেন(১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৭জন। মঙ্গলবার দুপুরে শার্শা উপজেলার কাশিপুর সড়কের রঘুনাথপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানজিম শার্শা থানার বন মান্দারতলা গ্রামের রবিউল ইসলামের ছেলে।
আহতদের মধ্যে রয়েছেন পারভীনা (৪৮), সাথী (৩২), খায়রুননেসা (৫৫), ডলি (৩৮) ও
সুফিয়া খাতুনসহ আরও দু’জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাকশিয়া বাজার থেকে যাত্রী নিয়ে কাশিপুর যাচ্ছিল একটি ইজিবাইক। বিপরীত দিক থেকে আসা ট্রাকটির (ঢাকা মেট্রো-ট-১৪-৯৫৫৬) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসক তানজিমকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজন অজ্ঞাত ইজিবাইক চালককে গুরুতর আহতবস্থায় যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে গোড়পাড়া পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও ইজিবাইক জব্দ করেছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের শনাক্তে অভিযান চলছে বলে তিনি জানান।