সীমান্তের খবর ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ২১ জুলাই থেকে শুরু হবে।
আজ শুক্রবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ২০ জুলাইয়ের মধ্যে অনলাইনে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। তবে যেসব শিক্ষার্থী ইতোমধ্যে অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, তাদের ৩ জুলাইয়ের মধ্যে আগের ভর্তি বাতিল করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ফরম পূরণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে আগের ভর্তি বাতিল না করলে দ্বৈত ভর্তির কারণে তাদের ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
উল্লেখ্য, প্রায় এক দশক পর গত ৩১ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সম্প্রতি প্রকাশিত ফলে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন, যার মধ্যে ৩৩.২৮% শিক্ষার্থী পেয়েছেন ৫০ শতাংশের ওপরে নম্বর।
প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী। তারা ২৮ জুন থেকে ভর্তি ফরম ডাউনলোড করতে পারবেন।