এশিয়ান কাপ মিশনে আজ বাহরাইনের মুখোমুখি বাংলাদেশ

নারী এশিয়ান কাপ বাছাইয়ে আজ (রোববার) থেকে বাংলাদেশের মিশন শুরু। মিয়ানমারের ইয়াংগুনে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ বাহরাইন। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হবে। যদিও বাংলাদেশ থেকে খেলা দেখা যাবে কি না বিষয়টি এখনও জানাতে পারেনি বাফুফে। 

গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ পিটার বাটলার বাংলাদেশের নারী ফুটবলের অবস্থা তুলে ধরে বলেন, ‘বাংলাদেশের জন্য পথটা মসৃণ নয় মোটেও। আমরা একটা প্রকল্পের মধ্যেই তিনটা চালাচ্ছি। জাতীয় দল, অনূর্ধ্ব-১৭ ও ২০ দল। আমাদের সুযোগ-সুবিধা কম। এ কারণেই তিনটা গ্রুপের কার্যক্রম একসঙ্গে চলছে। সিনিয়র দলে ৫০ শতাংশ খেলোয়াড়ই অনূর্ধ্ব-২০ বছর বয়সী।’

গ্রুপের তিন দলের মধ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১২৮) পেছনে কেবল তুর্কমেনিস্তান (১৪১)। বাহরাইনের (৯২) চেয়ে এগিয়ে স্বাগতিক মিয়ানমার (৫৫)। আগামী বছর অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের মূলপর্বে খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে। বাংলাদেশ কোচ বাটলার আত্মবিশ্বাসী হওয়ার পাশাপাশি বেশ কৌশলীও। তার আশা, নিজেদের সেরাটা দিয়ে মেয়েরা সামনের দিকে এগিয়ে যাবে। গ্রুপের প্রতিপক্ষ নিয়ে তার মন্তব্য, ‘আমি মনে করি, ফুটবলে আপনি কোনো দলকে খাটো করে দেখতে পারেন না। যেকোন দলই আপনার পথরোধ করে দাঁড়াতে পারে। মিয়ানমার শক্তিশালী, বাহরাইনও শারীরিকভাবে শক্তিশালী এবং তরুণ দল, উন্নতিও করছে। আমি মনে করি, যেকোন দলকে উপেক্ষা করা ঠিক হবে না।’

বাহরাইন কোচ মোহাম্মেদ আদনান হুসেইন সবশেষ তিন ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ড্র ও সৌদি আরবের বিপক্ষে হারের প্রসঙ্গ টেনে বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। অল্প সময় অনুশীলন করেছি, ম্যাচও খেলেছি তিনটা। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমরা এখানে আসতে পেরেছি। অভিজ্ঞ ও নবীনের মিশেল আছে আমাদের দলে। আশা করি, ভালো কিছু মেলে ধরতে পারব।’

এরপরও মিয়ানমারে ইতিবাচক ফল চাচ্ছেন এই ব্রিটিশ কোচ, ‘ফ্যাসিলিটিজ কম থাকলেও আমরা ইতিবাচক। সীমিত সুবিধার মধ্যেই ফেডারেশন র‌্যাঙ্কিংয়ে ওপরে থাকা দলগুলোর বিপক্ষে ম্যাচের আয়োজন করেছিল (সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে)। সব মিলিয়ে এই টুর্নামেন্টে সবাই পুরোপুরি আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব নিয়ে শুরু করতে চায়।’
মিয়ানমারে আসার আগে জর্ডানে দুটি প্রস্তুতি ম্যাচে ড্র করেছে বাংলাদেশ। তাই আত্মবিশ্বাসী বাটলার, ‘সংযুক্ত আরব আমিরাতে একেবারেই তরুণদের নিয়ে গিয়েছিলাম। সেখানে অনেক কিছু শিখেছে মেয়েরা। ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে ড্র আমাদের জন্য একটা বেঞ্চমার্ক। এই সফরগুলো আমাদের দেখিয়েছে আমরা কোথায় আছি, কী করতে পারি।’

Hot this week

বেনাপোল রেল স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে মহাপরিচালকের অসহযোগিতা

ফিরোজ আহমেদ : বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন...

চেয়ারম্যানকে অপসারণের দাবিতে বেনাপোল কাস্টম হাউসে কলম বিরতি

ফিরোজ আহমেদ : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর...

বর্ডার ক্রসিংয়ের আগেই জুতার সোল থেকে ৫ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

ফিরোজ আহমেদ :: যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে ৫৮৫.৫৪ গ্রাম...

মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের “একাডেমিক ভবন নিমার্ণে” মতবিনিময় সভা

শেখ কাজিম উদ্দিন : বেনাপোলে’ মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের...

বেনাপোল বন্দরে দ্বিতীয় দিনের মতো স্থবিরতা, রাজস্ব হারাচ্ছে সরকার

ফিরোজ আহমেদ : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর...

যশোরে ৮টি স্বর্ণের বারসহ বেনাপোলের দুই স্বর্ণ পাচারকারী আটক

শেখ কাজিম উদ্দিন : যশোরের তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে...

বেনাপোল বন্দরে চাকরি দিতে ঘুষ দাবি, অভিযোগ ১২৯ নিরাপত্তা কর্মীর

শেখ কাজিম উদ্দিন : যশোরের বেনাপোল স্থলবন্দরে চাকরি রক্ষার...

মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের “একাডেমিক ভবন নিমার্ণে” মতবিনিময় সভা

শেখ কাজিম উদ্দিন : বেনাপোলে’ মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের...

শার্শা’র কায়বা সীমান্তে ভারতীয় চিংড়ির রেণু পোনাসহ আটক-১

ফিরোজ আহমেদ : যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত দিয়ে...

বেনাপোল সীমান্তে ফেনসিডিল ও চোরাচালানি পণ্যসামগ্রী জব্দ

ফিরোজ আহমেদ : যশোরের বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ মাদক...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img