বেনাপোলে’ নেত্রকোনার খালিয়াজুড়ির সাবেক চেয়ারম্যান জোসেফ আটক

ফিরোজ আহমেদ : বেনাপোলে’ নেত্রকোনা জেলার ৩ নম্বর খালিয়াজুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ারুজ্জামান ওরফে জোসেফ চেয়ারম্যান (৫৩) আটক হয়েছে। রবিবার (২৯ জুন ২০২৫) বেলা ১১টার সময় তিনি মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে আটক হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানিয়েছেন, ভারতে যাওয়ার সময় তিনি তার পাসপোর্ট (নম্বর এ০৭২৩৯৪৭৬) ইমিগ্রেশন এন্ট্রির জন্য ডেস্কে জমা দিলে সিস্টেমে স্ক্যান করার পর দেখা যায়, তার নাম পাসপোর্ট স্টপলিস্টে অর্ন্তভুক্ত রয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন। এ তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশনে দায়িত্বরত পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে আটক করে।

আটককৃত সানোয়ারুজ্জামান নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার পুরানহাট গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমান তালুকদারের ছেলে। তিনি স্থানীয় ৩ নম্বর খালিয়াজুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও খালিয়াজুড়ি উপজেলা আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য।

পুলিশ সুত্রে জানা যায়, আটককৃত সানোয়ারুজ্জামানের বিরুদ্ধে উল্লেখযোগ্য মামলাগুলো হলো- নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার মামলা নম্বর-০৭, তারিখঃ ২০/০৯/২০২৪, ধারা- বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ সালের ৫৩(৩) সহ দন্ডবিধির ১৪৮/১৪৯/৪৪৮/৪২৭/৪৩৫। নেত্রকোনা থানার মামলা নম্বর-০২, তারিখঃ ০১/০৯/২০২৪, ধারা- বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ৫৩(৩)। খালিয়াজুড়ি থানার মামলা নম্বর-৩/৬৭, তারিখঃ ০৫/০৭/২০২২, ধারা- দন্ডবিধির ১৪৭/৪৪৭/৪৪৮/৩৮০/৩২৩/৩২৫/৩০৭/৪২৯/৫০৬(২)/১০৯ এবং নেত্রকোনা সদর থানার মামলা নম্বর-১৪, তারিখঃ ১৬/১০/২০২৪, ধারা- বিশেষ ক্ষমতা আইন ১৯৭৫ এর ১৫(৩)।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী। তিনি জানান, সানোয়ারুজ্জামান জোসেফের পাসপোর্ট স্ক্যান করার সময় ইমিগ্রেশন ডাটাবেজে সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত হন। পরে আরও যাচাই-বাছাই করে দেখা যায়, তার বিরুদ্ধে নেত্রকোনা ও খালিয়াজুড়ি থানায় একাধীক মামলা রয়েছে। “জাতীয় নিরাপত্তা এবং চলমান মামলার প্রসঙ্গ বিবেচনায় তিনি পাসপোর্ট স্টপলিস্টে থাকা অবস্থায় ভারত গমনের উদ্দেশ্যে ইমিগ্রেশনে উপস্থিত হলে আমরা তাকে থামিয়ে হেফাজতে নিই।” পরে, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশকে অবহিত করে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বলেন, “আটক সানোয়ারুজ্জামান জোসেফের বিরুদ্ধে দন্ডবিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাকে নেত্রকোনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।”

Hot this week

বেনাপোল রেল স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে মহাপরিচালকের অসহযোগিতা

ফিরোজ আহমেদ : বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন...

চেয়ারম্যানকে অপসারণের দাবিতে বেনাপোল কাস্টম হাউসে কলম বিরতি

ফিরোজ আহমেদ : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর...

বর্ডার ক্রসিংয়ের আগেই জুতার সোল থেকে ৫ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

ফিরোজ আহমেদ :: যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে ৫৮৫.৫৪ গ্রাম...

মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের “একাডেমিক ভবন নিমার্ণে” মতবিনিময় সভা

শেখ কাজিম উদ্দিন : বেনাপোলে’ মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের...

বেনাপোল বন্দরে দ্বিতীয় দিনের মতো স্থবিরতা, রাজস্ব হারাচ্ছে সরকার

ফিরোজ আহমেদ : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর...

যশোরে ৮টি স্বর্ণের বারসহ বেনাপোলের দুই স্বর্ণ পাচারকারী আটক

শেখ কাজিম উদ্দিন : যশোরের তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে...

বেনাপোল বন্দরে চাকরি দিতে ঘুষ দাবি, অভিযোগ ১২৯ নিরাপত্তা কর্মীর

শেখ কাজিম উদ্দিন : যশোরের বেনাপোল স্থলবন্দরে চাকরি রক্ষার...

মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের “একাডেমিক ভবন নিমার্ণে” মতবিনিময় সভা

শেখ কাজিম উদ্দিন : বেনাপোলে’ মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের...

শার্শা’র কায়বা সীমান্তে ভারতীয় চিংড়ির রেণু পোনাসহ আটক-১

ফিরোজ আহমেদ : যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত দিয়ে...

বেনাপোল সীমান্তে ফেনসিডিল ও চোরাচালানি পণ্যসামগ্রী জব্দ

ফিরোজ আহমেদ : যশোরের বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ মাদক...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img