ফিরোজ আহমেদ : শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের মাটি পুকুর গ্রামে পানিতে পড়ে মদিনা খাতুন নামে এক ২ বছরের শিশুকণ্যা মারা গেছে।
বৃহস্পতিবার দুপুর (৩ জুলাই) ১টার সময় সে বাড়ির পিছনে খেলা করতে গেলে পুকুরের পানিতে পড়েগিয়ে তার মর্মান্তিক মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নিহত শিশু মদিনা খাতুন যশোর জেলার শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের মাটিপুকুর গ্রামের রবিউল ইসলাম রবির ছোট মেয়ে।
এই হৃদয় বিদারক ঘটনায় এলাকায় শোকের নেমে এসেছে।