সীমান্তের খবর ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পুনর্বহাল করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। দলটিকে পুরনো প্রতীক ‘দাঁড়িপাল্লা’সহ এই নিবন্ধন দেওয়া হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, ২৪ জুন নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপনটি ছাপানোর জন্য পাঠানো হয় সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস)। সেখান থেকে গেজেট আকারে এটি প্রকাশিত হয় ২৬ জুন। বৃহস্পতিবার (৩ জুলাই) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ইসি কর্মকর্তারা।
গেজেটে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য জামায়াতে ইসলামীর আবেদন বিবেচনায় ২০০৮ সালের ৫ নভেম্বর দলটিকে নিবন্ধন দেয় ইসি। পরে হাইকোর্টের রায়ের ভিত্তিতে ২০১৮ সালের ২৮ অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করা হয়।
তবে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে জামায়াতের নিবন্ধন পুনর্বহালের আদেশ দেয়। সেই নির্দেশনার আলোকে ২০১৮ সালের প্রজ্ঞাপন বাতিল করে দলটির নিবন্ধন প্রতীকসহ পুনর্বহাল করা হয়েছে বলে গেজেটে উল্লেখ করা হয়।