নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ১৬৪ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই স্কুলের শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে।
আজ সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। এরপর বেলা ১টার পরপরই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উত্তরা শাখার একটি দুইতলা ভবনের উপর বিমানটি বিধ্বস্ত হয়। এতে স্কুলের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাসরুম, দ্বিতীয় তলার পঞ্চম শ্রেণির ক্লাসরুম এবং অধ্যক্ষের অফিসের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার সময় স্কুল ছুটির পরে কিছু শিক্ষার্থী ও অভিভাবক ভবনের সামনের অংশে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, “আমরা এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করেছি এবং আহত ১৬৪ জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। উদ্ধারকাজ এখনো চলমান রয়েছে।”
দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ও উদ্ধারকর্মীরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। দুর্ঘটনার কারণে ভবনের বিভিন্ন অংশ ধসে পড়ায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে।
এদিকে দুর্ঘটনাস্থলে রক্তের প্রয়োজনের কারণে স্থানীয় বাসিন্দাদের রক্তদানের জন্য অনুরোধ করা হচ্ছে। হাসপাতালগুলোতেও আহতদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে রক্তের ব্যবস্থা করা হচ্ছে।
আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি বাংলাদেশ বিমানবাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের জন্য ইতোমধ্যে বিমানবাহিনীর পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হতাহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।