ফিরোজ আহমেদ : বেনাপোল সীমান্তে ১ কেজি গাঁজাসহ জাহাঙ্গীর হোসেন (৪৫) নামে এক যুবক আটক হয়েছে।
মঙ্গলবার (৩১জুলাই) বেলা সাড়ে ১০টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন নারায়নপুর গ্রামের দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
আটককৃত জাহাঙ্গীর হোসেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রামের দক্ষিণপাড়ার মোঃ রমজান আলী মুন্সীর ছেলে।
পুলিশ জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে এএসআই (নিঃ) মোঃ মিলন মোল্লা, থানা অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়ার সরাসরি দিকনির্দেশনায় সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশগ্রহণ করেন।
এ অভিযানে নারায়নপুর দক্ষিণপাড়ায় বসবাসরত মোঃ জাহাঙ্গীর হোসেন এর ঘরের শয়নকক্ষের খাটের নিচে লুকিয়ে রাখা অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনকে ঘটনাস্থল থেকেই আটক করে থানায় আনা হয় এবং তার বিরুদ্ধে নিয়মিত একটি মাদক মামলা রুজু করা হয়।
বিষয়টির সত্যতা জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া। তিনি জানান, গ্রেফতারকৃত আসামিকে একই দিন পুলিশ প্রহরায় বিজ্ঞ যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।