ফিরোজ আহমেদ : যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ আক্তারুল ইসলাম (৪০) নামে একজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (৮ আগস্ট) রাত ১১টার দিকে খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধীন পুটখালী বিওপির একটি বিশেষ টহলদল “নায়েক সুবেদার” মহিউদ্দিনের নেতৃত্বে পুটখালী উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করেন।
আটককৃত ‘আক্তারুল ইসলাম’ বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের উত্তর পাড়ার মৃত আতিয়ার রহমান বাবুর ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপির নায়েক সুবেদার মহিউদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল পুটখালী উত্তরপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ আক্তারুল ইসলাম নামে একজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। জব্দকৃত অস্ত্র ও গুলির সিজার মূল্য ধরা হয়েছে এক লক্ষ ১১ হাজার টাকা। পরে, আটক আসামিকে অস্ত্র ও গুলিসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।