শেখ কাজিম উদ্দিন : সীমান্তে প্রায় কোটি টাকা মূল্যের স্বর্ণ, মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানি পণ্য জব্দসহ সোহাগ (২৩) নামে একজন চোরাকারবারীকে আটক করেছেন বিজিবি।
সোমবার (১১ আগস্ট) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ অভিযানে
বেনাপোল সদর, আইসিপি, রঘুনাথপুর সীমান্ত ও হামিদপুর এলাকায় পৃথক অভিযানে এসব মাদকদ্রব্য, চোরাচালানী পণ্য জব্দ এবং স্বর্ণসহ আসামী আটক হয়।
বিজিবি জানিয়েছেন, বেনাপোল সদর, আইসিপি ও রঘুনাথপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে বিদেশি মদ, শাড়ি, থ্রি-পিস, চকলেট, মোবাইল সেট ও চার্জার, পোশাক, বিভিন্ন ধরনের খাদ্যপণ্য, চায়না দোয়ারী জাল, সিটি গোল্ডের কানের দুল, হাইড্রোক্লোরাইড কেমিক্যাল এবং কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে।
একইদিনে পৃথক অভিযানে যশোর সদর উপজেলাধীন হামিদপুর বাস স্ট্যান্ড এলাকায় রাস্তার উপর থেকে ১১৬.৬২ গ্রাম ওজনের ১ টি স্বর্ণের বারসহ সোহাগ (২৩) নামে একজন চোরাকারবারীকে আটক করা হয়েছে।
আটককৃত সোহাগ মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের বাসিন্দা খলিল মিয়ার ছেলে।
জব্দকৃত মালামালের সর্বমোট বাজারমূল্য প্রায় ৯৫ লাখ ৫৭ হাজার ৭৬৩ টাকা।
এ অভিযানের বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, আটককৃত আসামী, জব্দকৃত স্বর্ণসহ বিভিন্ন মালামাল ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানায়, বিজিবি দীর্ঘদিন ধরেই সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত আভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এই সাফল্য এসেছে। সীমান্তে বিজিবি’র এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো অবৈধ কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।