ফিরোজ আহমেদ : বেনাপোল সীমান্তে পুলিশের অভিযানে ১০ বোতল ফেন্সিডিলসহ মোঃ রমজান মোড়ল (৪৮) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটে সীমান্তের বারপোতা গ্রামের কদমতলা-বারপোতা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করেছেন বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটককৃত রমজান মোড়ল যশোরের শার্শা থানার পাঁচ ভুলোট গ্রামের বাসিন্দা মৃত আকবার মোড়লের ছেলে।
পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানার এএসআই (নিঃ) এসএম আইয়ুব আলী, সঙ্গীয় ফোর্সসহ পুটখালী ইউনিয়নের বারপোতা গ্রামের কদমতলা-বারপোতা সড়কে অভিযান চালায়। এ সময় জনৈক আব্দুল হামিদের ছেলে বিল্লাল হোসেনের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করে। পরে, তার শরীর তল্লাশিতে দুই পায়ের সাথে বিশেষভাবে লুকানো অবস্থায় ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।