শেখ কাজিম উদ্দিন : বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুকুল হোসেনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার(১৫ আগস্ট) রাত ১০ টার দিকে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাকে আটক করে।
বেনাপোল পোর্ট পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, তাদের কাছে গোপন খবর আসে নাশকতামূলক কাজের উদ্দেশ্যে কয়েকজন বৈঠক করছে। এমন সংবাদের পরে অভিযান চালিয়ে বাহাদুরপুর গ্রাম থেকে মুকুল হোসেন নামে একজনকে আটক করা হয়। এর আগে পুলিশের অভিযানের খবর পেয়ে অন্যান্যরা পালিয়ে যায়। আটককৃত মুকুল হোসেন বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তার বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে স্থানীয় সুত্র বলছে, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে ছাত্রলীগ নেতা মুকুল হোসেন তার জন্মস্থান ঘিবা গ্রামে আলোচনা সভা করার উদ্দেশ্যে কাঙালী ভোজ নামে খিচুড়ির আয়োজন করে। সেখানে আওয়ামীলীগের কিছু মানুষের সমাগম ঘটে। পুলিশ খবর পেয়ে মুকুলকে আটক করে।
আটককৃত মুকুল হোসেন শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকূল হোসেনের ছোট ভাই।