শেখ কাজিম উদ্দিন : যশোর সীমান্তে ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত ১৫ আগস্ট ২০২৫ তারিখে বিজিবি’র বিশেষ টহলদল রঘুনাথপুর বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা, শাড়ী, পলিথিন, পোশাক সামগ্রী ও কসমেটিক্স জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬,৫৭,৬৬০ টাকা।
পরদিন ১৬ আগস্ট ২০২৫ তারিখে শাহজাদপুর, হিজলী বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় বিজিবি’র অপর একটি বিশেষ টহলদল পৃথক অভিযানে ভারতীয় ফেন্সিডিল, মোটরসাইকেল, শাড়ী, মলম ও পোশাক সামগ্রী জব্দ করে। এসব মালামালের বাজারমূল্য প্রায় ৫,৩৫,০০০ টাকা।
দুই দিনে মোট জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের মূল্য দাঁড়িয়েছে ১১,৯২,৬৬০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন নিয়মিতভাবে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবি’র এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।