ফিরোজ আহমেদ : যশোরের শার্শা উপজেলা পল্লীতে ৪ কেজি গাঁজাসহ লুৎফর সরদার (৬৫) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) বিকেলে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উপজেলার টেংরা গ্রামের উত্তরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
আটককৃত লুৎফর সরদার যশোর জেলার শার্শা থানার টেংরা গ্রামের উত্তরপাড়ার মৃত কাশেম সরদারের ছেলে।
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শেখ আবুল কাশেম জানান, আটককৃতের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।