শেখ কাজিম উদ্দিন : যশোরের হামিদপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে ৮৩১ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বারসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ আগস্ট ২০২৫) সকাল ৯টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত আসামিরা হলেন- রাজবাড়ী জেলার সদর থানার সজ্জনকান্দা গ্রামের আব্দুল গনি সরদারের ছেলে আব্দুল হালিম (২৭) ও শরিয়তপুর জেলার নড়িয়া থানার শুভগ্রামের নান্নু মাতবরের ছেলে শহিদুল ইসলাম (২৯)।
টহলদল জানায়, আসামিদের পরিহিত প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। স্বর্ণের আনুমানিক মূল্য ধরা হয়েছে এক কোটি ২২ লাখ ২৫ হাজার ৬৭২ টাকা। মোবাইল ও নগদ টাকাসহ সর্বমোট জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় এক কোটি ২২ লাখ ৮১ হাজার ৪০২ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, ঢাকার যাত্রাবাড়ী ও তেঘরিয়া, কেরানীগঞ্জ এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে নাভারন ও কাজীরহাট সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল তাদের।
এ ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, বিদেশি মুদ্রা ও বিভিন্ন চোরাচালানি পণ্য আটক করার লক্ষ্যে বিজিবির বিশেষ গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান রয়েছে। সীমান্তে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।