শেখ কাজিম উদ্দিন : সীমান্তে বিজিবির পৃথক পৃথক অভিযানে ৬৬৩ গ্রাম ওজনের ০৫টি স্বর্ণের বারসহ এক স্বর্ণ চোরাকারবারী আটক ও বিপুল পরিমাণ মাদক, অবৈধ ভারতীয় পণ্য এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত স্বর্ণ, মাদক ও সামগ্রীর মোট মূল্য প্রায় এক কোটি নয় লক্ষ ছেচল্লিশ হাজার নয়শত আটষট্টি টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১২ টায় ৪৯ বিজিবি’র বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। অভিযানকালে সন্দেহভাজন মোঃ আফছার আলী (৪৫) কে আটক করেন। তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশির সময় পরিহিত প্যান্টের পকেট থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ০৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ৬৬৩ গ্রাম। একইসঙ্গে তার কাছ থেকে ০২টি মোবাইল ফোন এবং নগদ ৬,৯১২ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৯৭ লাখ ৫৪ হাজার ৫৬ টাকা, মোবাইল ও টাকাসহ সর্বমোট মূল্য দাঁড়ায় ৯৭ লাখ ৭৬ হাজার ৯৬৮ টাকা।
আটককৃত আফসার আলী সাতক্ষীরা জেলার কলারোয়া থানার জিকরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি স্বীকার করেন যে, তিনি ঢাকার তেঘরিয়া, কেরানীগঞ্জ এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে তা পাচারের উদ্দেশ্যে ভারতের দিকে যাচ্ছিলেন।
এদিকে একইদিনে যশোর ব্যাটালিয়নের বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি’র বিশেষ টহলদল সীমান্ত এলাকায় আরেকটি অভিযান চালিয়ে চোরাচালান চক্রের হাত থেকে বিদেশি মদ, শাড়ি, থ্রি-পিছ, মোবাইল, পোশাক সামগ্রী, কম্বল, গাড়ির পার্টস এবং নগদ টাকাসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করে। আটককৃত স্বর্ণ ও পণ্যের আনুমানিক সর্বমোট মূল্য প্রায় ১ কোটি ৯ লাখ ৪৬ হাজার ৯৬৮ টাকা।
বিষয়টি নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরেই বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান এবং মাদক নির্মূলে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।