নিজস্ব প্রতিবেদক : যশোরে পৃথক দুইটি অভিযানে ৫.৩৩৪ কেজি ওজনের ৩৬টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর ব্যাটালিয়ন-৪৯। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে কোতোয়ালী থানার কোদালিয়া বাজার ও তারাগঞ্জ বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, প্রথম অভিযানে সকাল ৬টার দিকে কোদালিয়া বাজার থেকে আশরাফুল ইসলাম সাজিদ (২৩) নামে এক যুবককে আটক করা হয়। তার মানিব্যাগ থেকে ২টি স্বর্ণের বার (ওজন ৪৩৪ গ্রাম) উদ্ধার করা হয়।
পরে সকাল ৯টা ৩০ মিনিটে কোতোয়ালী থানার তারাগঞ্জ বাজারে আরেকটি অভিযান চালানো হয়। এসময় মো. জাহিদ হোসেন (২৬) ও সুজন কুমার বাপ্পি (৩৪) নামে দুইজনকে আটক করা হয়। তাদের কোমর ও মালামালের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩৪টি স্বর্ণের বার (ওজন ৪.৯০০ কেজি) উদ্ধার করা হয়। এসময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, নগদ ৩৫ হাজার ৩২০ টাকা ও ৪০ ভারতীয় রুপি জব্দ করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকার মানিকগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে তারা যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
আটক স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৮৯ লাখ ৫৩ হাজার টাকা। জব্দকৃত অন্যান্য সামগ্রীসহ সর্বমোট সিজার মূল্য প্রায় ৮ কোটি টাকা। উদ্ধারকৃত স্বর্ণ যথাযথ আইন অনুযায়ী সরকারি কোষাগারে জমা হবে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় স্বর্ণ, মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।