সীমান্তের খবর ডেস্ক: যশোর সীমান্তে পৃথক অভিযানে ফেন্সিডিল, চকলেট, কিসমিস, শাড়ী ও কসমেটিকসসহ বিভিন্ন ধরনের মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর টহলদল বেনাপোল বিওপি, কাশিপুর বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে বিজিবি বিশেষ পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে বিজিবি বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।