সীমান্তের খবর ডেস্ক: যশোরের শার্শায় বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) শার্শা থানা পুলিশের এসআই (নিঃ) মো. আলমগীর হোসেন, এসআই (নিঃ) শেখ আল আমিন, এএসআই (নিঃ) মো. নজিবুল্লাহ ও এএসআই (নিঃ) মো. রমজান আলীর নেতৃত্বে দুটি টিম পৃথক অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, মানবপাচার মামলা নং-৬৮/২৫ ও হাতিরঝিল থানার মামলা নং-১৪(৭)২১-এর পরোয়ানাভুক্ত আসামি যশোর জেলার শার্শা থানার পাঁচভুলাট গ্রামের সাগবার হোসেনের ছেলে সবুজ ওরফে আব্দুল হাই, এসসি নং-৯২৭/২৫, সিআর-৯৭৯/২৩ এর আসামি সমন্ধকাটি- গিলাপোল গ্রামের সন্তোষ মন্ডলের ছেলে মো. সেলিম হোসেন, এসসি নং-৬৩০/২২, ঝিকরগাছা সিআর-৫০৫/২১ এর আসামি একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে মো. কুতুবুদ্দীন, সিআর-৫৪/২৫ এর পরোয়ানাভুক্ত আসামি ধলদাহ গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. নুরুজ্জামান লাল্টু। আটককৃতরা সকলে যশোর জেলার শার্শা থানার বাসিন্দা।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, গ্রেফতারকৃতদের একই দিন (১১ সেপ্টেম্বর ২০২৫) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।