মাসুদ শেখ, বেনাপোল: যশোরের শার্শার কন্যাদহ পল্লীতে বজ্রপাতে আইয়ুব হোসেন (৪২) নামে এক বন্দর শ্রমিকের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেনাপোল স্থলবন্দরে শ্রমিকের কাজ করতেন।
রবিবার (১৫ জুন-২৫) বেলা ১১টার সময় তিনি শার্শার কন্যাদহ গ্রামের মাঠে গরু নিয়ে ঘাস খাওয়াতে গেলে বজ্রপাতে নিহত হয়।
নিহত আইয়ুব হোসেন শার্শা থানার উলাশী ইউনিয়নের কণ্যাদহ গ্রামের আব্দুল কাদেরের ছেলে ও উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদেরর ছোট ভাই।
স্থানীয়রা জানায়, তিনি কয়েকমাস যাবত বেনাপোল স্থলবন্দরে ক্রেন সাইডে শ্রমিকের কাজে নিয়োজিত হয়ে ক্রেন সাইডে কাজ করতো। তার বেমাতা ভাই বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)’র সাধারণ সম্পাদক সহিদ আলী।
সদালাপী ও মিষ্টভাষী আইয়ুব হোসেনের এই অকাল মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের মাতম চলছে।
মাগরিবের নামাজের পর মরহুমের গ্রামের বাড়ি কণ্যাদহ গ্রামে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।