সীমান্তের খবর ডেস্ক : ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে কালো টাকা বৈধ করার যে প্রস্তাব রাখা হয়েছিল, তা বাতিল করা হয়েছে। ফলে বাড়তি কর দিয়ে অনিয়মিত আয়ের অর্থ বৈধ করার সুযোগ আর থাকছে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।
রোববার (২২ জুন) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান বলেন, “বাজেটে প্রস্তাব ছিল নির্দিষ্ট হারে অতিরিক্ত কর দিয়ে অঘোষিত অর্থ বৈধ করার সুযোগ রাখা হবে। তবে জন সাধারণের মতামত এবং বিভিন্ন মহলের আপত্তি বিবেচনায় নিয়ে সেই প্রস্তাব বাতিল করা হয়েছে।”
অন্যদিকে অর্থ উপদেষ্টা জানান, জাতীয় বাজেটের আকার চূড়ান্তভাবে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা নির্ধারিত হয়েছে। এর মধ্যে সামাজিক নিরাপত্তা খাতে ১০ হাজার কোটি টাকা বাড়িয়ে মোট বরাদ্দ রাখা হয়েছে ৯১ হাজার ৭০০ কোটি টাকা। পূর্বে প্রস্তাবিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৮১ হাজার ৭০০ কোটি টাকা।
তিনি আরও বলেন, “আমরা আগামী অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ দশমিক ৫০ শতাংশ এবং গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ৫০ শতাংশ হিসেবে নির্ধারণ করেছি।”