ফিরোজ আহমেদ :: যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে ৫৮৫.৫৪ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ ময়নাল মোল্লা (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (২৫ জুন) ভোর ৪টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি দল অভিযান চালিয়ে প্রাপ্ত তথ্যানুযায়ী (স্বর্ণ পাচারের সময়) আসামির পরিহিত জুতার সোলের ভেতরে বিশেষভাবে লুকানো এ স্বর্ণের বার ও একটি মোবাইল ফোন উদ্ধার করেন। উদ্ধারকৃত স্বর্ণ এবং মোবাইলের আনুমানিক বাজারমূল্য মোট ৮৭ লাখ ৭ হাজার ৭০২ টাকা।
আটককৃত ময়নাল মোল্লা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর কোর্টবাড়ী এলাকার আজগর মোল্লার ছেলে। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, স্বর্ণের বারগুলো ঢাকার গাবতলী এলাকা থেকে সংগ্রহ করে তিনি যশোর হয়ে সাতক্ষীরা দিয়ে ভারতে পাচার করার পরিকল্পনায় ছিলেন।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “বিজিবি দীর্ঘদিন ধরে স্বর্ণ, রূপা, অস্ত্র, মাদক, বৈদেশিক মুদ্রাসহ বিভিন্ন চোরাচালান প্রতিরোধে বিশেষ গোয়েন্দা তৎপরতা এবং অভিযান পরিচালনা করে আসছে। এই অভিযান তারই ধারাবাহিকতা। আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত স্বর্ণের বিষয়ে যশোর সদর থানায় মামলা দায়ের এবং উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। সীমান্তে বিজিবির এই ধরনের অভিযান নিয়মিতভাবেই চলবে বলে জানান তিনি।