সীমান্তের খবর ডেস্ক :: অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী আগস্টে মালয়েশিয়ায় সরকারি সফরে যাবেন।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।
আঞ্চলিক সহযোগিতা সংস্থা আসিয়ানের সদস্যপদ নিয়ে তিনি বলেন, “বাংলাদেশ আসিয়ানের সদস্য হতে চায়। তবে এ লক্ষ্যে পৌঁছাতে এখনও অনেক পথ বাকি রয়েছে।”
সম্প্রতি চীনের কুনমিংয়ে ‘নবম চায়না-সাউথ এশিয়ান এক্সপজিশন অ্যান্ড দ্য সিক্সথ চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন’ শীর্ষক বৈঠকের পাশাপাশি চীন-বাংলাদেশ-পাকিস্তান ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠক সম্পর্কে তিনি স্পষ্ট করে বলেন, এটি কোনো পক্ষকে কোণঠাসা করার উদ্দেশ্যে করা হয়নি।
রোহিঙ্গা সংকট নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান।” তিনি জানান, এ বিষয়ে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর মধ্যে ঐক্যমত রয়েছে।