পরীক্ষার হলে দলবল নিয়ে প্রবেশ করা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

নোয়াখালীতে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানান। 

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক নির্দেশনা ও প্রচলিত নিয়ম লংঘন করে নোয়াখালী জেলা শাখার অধীনস্থ সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করে। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ সানাউল্লাহকে সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) সকালে সেনবাগ উপজেলার সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরুর পূর্বে দলবল নিয়ে সরাসরি হলের ভেতরে প্রবেশ করেন সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ। শুক্রবার (২৭ জুন) সকালে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট ডটকম ‘পরীক্ষার হলে দলবল নিয়ে ঢুকে পড়লেন ছাত্রদল নেতা, ছবি তুলে দিলেন ফেসবুকে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলের নজরে আসে।

পরীক্ষার্থীরা জানিয়েছে, সকাল ১০টার আগে ছাত্রদল নেতা মোহাম্মদ সানাউল্লাহ কয়েকটি কক্ষে ঢোকেন। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি তাহের কোম্পানি ও একাধিক ব্যক্তি ছিলেন। তারপর তারা কক্ষের ভেতরে দাঁড়িয়ে ছবি তোলেন। পরে তিনি অন্যান্য স্থানেও ঘুরে বেড়ান। কিছুক্ষণ পর তিনি তার নিজের ফেসবুক পেজে ওই ছবি পোস্ট করেন। এরপর বিষয়টি সবার নজরে আসে।

ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পরীক্ষা কেন্দ্রে ছাত্রদল নেতার প্রবেশ এমন প্রতিবেদন আমাদের নজরে আসায় কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্তে মোহাম্মদ সানাউল্লাহকে সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এদিকে দলীয় সিদ্ধান্তকে মাথা পেতে নিয়েছেন বলে জানান সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমি ছাত্রদলের একজন কর্মী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত সর্বদা শ্রদ্ধাভরে মেনে চলি। আমি নিশ্চিতভাবে বলছি—পরীক্ষা চলাকালীন আমি কোনো পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করিনি। আশা করি বিষয়টি ঊর্ধ্বতন নেতৃবৃন্দ সঠিকভাবে যাচাই করবেন। আমি অতীতেও দলের পক্ষে ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো।

Hot this week

বেনাপোল রেল স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে মহাপরিচালকের অসহযোগিতা

ফিরোজ আহমেদ : বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন...

চেয়ারম্যানকে অপসারণের দাবিতে বেনাপোল কাস্টম হাউসে কলম বিরতি

ফিরোজ আহমেদ : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর...

বর্ডার ক্রসিংয়ের আগেই জুতার সোল থেকে ৫ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

ফিরোজ আহমেদ :: যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে ৫৮৫.৫৪ গ্রাম...

মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের “একাডেমিক ভবন নিমার্ণে” মতবিনিময় সভা

শেখ কাজিম উদ্দিন : বেনাপোলে’ মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের...

বেনাপোল বন্দরে দ্বিতীয় দিনের মতো স্থবিরতা, রাজস্ব হারাচ্ছে সরকার

ফিরোজ আহমেদ : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর...

যশোরে ৮টি স্বর্ণের বারসহ বেনাপোলের দুই স্বর্ণ পাচারকারী আটক

শেখ কাজিম উদ্দিন : যশোরের তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে...

বেনাপোল বন্দরে চাকরি দিতে ঘুষ দাবি, অভিযোগ ১২৯ নিরাপত্তা কর্মীর

শেখ কাজিম উদ্দিন : যশোরের বেনাপোল স্থলবন্দরে চাকরি রক্ষার...

মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের “একাডেমিক ভবন নিমার্ণে” মতবিনিময় সভা

শেখ কাজিম উদ্দিন : বেনাপোলে’ মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের...

শার্শা’র কায়বা সীমান্তে ভারতীয় চিংড়ির রেণু পোনাসহ আটক-১

ফিরোজ আহমেদ : যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত দিয়ে...

বেনাপোল সীমান্তে ফেনসিডিল ও চোরাচালানি পণ্যসামগ্রী জব্দ

ফিরোজ আহমেদ : যশোরের বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ মাদক...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img