মিস্টার পারফেকশনিস্ট আমির খান এর নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’ মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। তবে এই সাফল্যের আড়ালে লুকিয়ে আছে অনেক সংগ্রাম ও বেদনার গল্প। সম্প্রতি ভাইরাল হওয়া একটি পুরোনো সাক্ষাৎকারে নিজের অবসাদের কথা অকপটে শেয়ার করেছেন অভিনেতা।
আমির খান জানান, খুব অল্প বয়সে পরিবারের অমতে রিনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু তাদের দাম্পত্য জীবন সুখের ছিল না। প্রায়ই চলত অশান্তি। একে অপরের প্রতি শেষ ভালোবাসাটুকু হারিয়ে যাওয়ার আগেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন দুজন।
এই বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েন আমির খান। কাজে মন বসাতে পারতেন না, ধীরে ধীরে তলিয়ে যাচ্ছিলেন গভীর অবসাদে। সাক্ষাৎকারে আমির বলেন,
“বিচ্ছেদের পরে বুঝতেই পারছিলাম না আমার কী করা উচিত। রাতে ঘুমোতে পারতাম না। তখনই মদ্যপান শুরু করি। যে মদ কখনও ছুঁয়েও দেখিনি, সেই আমি একদিনে এক বোতল মদ শেষ করতাম। একপ্রকার ‘দেবদাস’ হয়ে গিয়েছিলাম। সেই সময় নিজেকে শেষ করে দেওয়ার কথাও ভেবেছিলাম। আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম।”
তবে শেষ পর্যন্ত নিজের চেষ্টা আর মানসিক শক্তিতে এই অবসাদ কাটিয়ে উঠতে সক্ষম হন আমির। আবারও কাজের প্রতি মনোযোগ দেন। পরে কিরণ রাওয়ের সঙ্গে দ্বিতীয় বিয়ে হয় তার, যদিও সেই সম্পর্কও টেকেনি। বর্তমানে গৌরী স্প্যাটের সঙ্গে সম্পর্কে আছেন তিনি। প্রেম, বিয়ে বা বিচ্ছেদ—কোনো কিছুই গোপন করেননি এই অভিনেতা।