সীমান্তের খবর ডেস্ক :: চেয়ারম্যানের পদত্যাগসহ বিভিন্ন সংস্কার দাবিতে ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের সংগঠন ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’।
রোববার রাতে ঢাকার তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক সমঝোতা বৈঠকের পর এই সিদ্ধান্ত আসে। পরে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার।
তিনি জানান, “অর্থ উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ী নেতাদের আলোচনা ও সরকারের গঠিত পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটির আশ্বাসের ভিত্তিতে, দেশের অর্থনীতি ও জনগণের বৃহত্তর স্বার্থে আমাদের কর্মসূচি আপাতত প্রত্যাহার করছি।”
তিনি আরও বলেন, “আশা করি, গঠিত কমিটির সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে ট্যাক্স ব্যবস্থার কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে আমরা ইতিবাচক ভূমিকা রাখতে পারব।”
প্রসঙ্গত, প্রায় দেড় মাস ধরে এনবিআরে দুর্নীতি, অদক্ষতা ও প্রশাসনিক বিশৃঙ্খলার অভিযোগ তুলে চেয়ারম্যানের পদত্যাগসহ বিভিন্ন দাবি তুলে আন্দোলনে নামে এনবিআরের একটি অংশ। আন্দোলনের অংশ হিসেবে শনিবার থেকে দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু হয়।
এদিকে রোববার দুর্নীতি দমন কমিশন (দুদক) জানায়, ঘুষের মাধ্যমে কর ফাঁকির সুযোগ দেওয়ার অভিযোগে এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু হয়েছে। এই ছয়ের মধ্যে আন্দোলনের সামনের সারির কয়েকজন নেতাও রয়েছেন।
সরকারের পক্ষ থেকে এ আন্দোলনকে ‘তথাকথিত’ আখ্যা দিয়ে বলা হয়েছে, এটি পরিকল্পিত, দুরভিসন্ধিমূলক এবং জাতীয় স্বার্থ ও নাগরিক অধিকারের পরিপন্থী।
তবে উদ্ভূত সংকট মোকাবেলায় সরকার ইতোমধ্যে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানের সভাপতিত্বে পাঁচ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করেছে, যা সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকেও স্বাগত জানানো হয়েছে।