ইয়ানূর রহমান : যশোর শহরের সার্কিট হাউজপাড়ায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের ছয়তলার বারান্দা ভেঙে পড়ে দুই প্রকৌশলী ও এক নির্মাণ শ্রমিকসহ তিনজন নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘বিল্ডিং ফর ফিউচার লিমিটেড’ নামক একটি ডেভেলপার কোম্পানি সার্কিট হাউজ রোডে একটি ১০ তলা ভবনের নির্মাণকাজ পরিচালনা করছিল। ভবনের ছয়তলায় কাজ করার সময় বারান্দা ভেঙে পড়ে ঘটনাস্থলেই মারা যান কুষ্টিয়ার প্রকৌশলী মিজানুর রহমান (৩৫), দিনাজপুরের প্রকৌশলী আজিজুল ইসলাম, এবং চাঁপাইনবাবগঞ্জের নির্মাণ শ্রমিক নুরু (৪৫)। পরে তাদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার কারণ সম্পর্কে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভবনটির নির্মাণকাজ দীর্ঘদিন ধরেই অত্যন্ত ত্রুটিপূর্ণভাবে চলছিল। নির্মাণকাজে মানসম্পন্ন সামগ্রী ব্যবহার না করায় ভবনটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছিল। পথচারী, স্কুল-কলেজ শিক্ষার্থী এবং আশপাশের বাসিন্দারা নিয়মিতভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাফেরা করছিলেন।
অন্যান্য সূত্রে জানা গেছে, নির্মাণাধীন এ ভবনটি একটি প্রভাবশালী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ছত্রছায়ায় গড়ে উঠছিল। ফলে এতে কোনো প্রকার নির্মাণ বিধি বা বিল্ডিং কোড মানা হয়নি বলেও অভিযোগ রয়েছে। স্থানীয় নাগরিকরা ভবনটি অবিলম্বে সিল করে দেওয়ার দাবি জানিয়েছেন।
ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানান, “আমি নিজে ঘটনাস্থল পরিদর্শণে রয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।