ফিরোজ আহমেদ :: বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আগত এক ভারতীয় ট্রাক চালকের কাছ থেকে সাইবেরিয়ার ভিসা লাগানো ২০টি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করেছে বন্দরের নিরাপত্তা রক্ষীরা। শুক্রবার (৩ জুলাই) রাত ৯টা ৩০ মিনিটে ডাব্লিউ বি-২৫ এফ ৪৩১০ নম্বরের একটি ট্রাক বেনাপোলের কার্গো ভেহিকেল টার্মিনালে প্রবেশ করলে এ ঘটনা ঘটে।
ট্রাকটি চালাচ্ছিলেন বোচারাম প্রামাণিক, যিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার কালোপুর বেলেরমাঠ গ্রামের গোষ্ঠ প্রামাণিকের ছেলে।
বন্দরের দায়িত্বপ্রাপ্ত আনসার বাহিনীর প্লাটুন কমান্ডার হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা ভারত থেকে আগত প্রতিটি ট্রাক তল্লাশি শুরু করেন। এ সময় বোচারাম প্রামাণিকের ব্যবহৃত ব্যাগে ২০টি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়। প্রত্যেকটি পাসপোর্টে সাইবেরিয়ার ভিসা লাগানো ছিল।
তিনি আরও জানান, পাসপোর্টগুলো কী উদ্দেশ্যে বা কীভাবে ট্রাক চালকের কাছে পৌঁছাল-তা খতিয়ে দেখতে প্রয়োজনীয় তদন্ত শুরু হয়েছে। বিষয়টি বেনাপোল স্থলবন্দরের পরিচালককে অবহিত করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এই ঘটনায় অবৈধভাবে বিদেশগমনের প্রচেষ্টা বা মানবপাচার চক্রের সংশ্লিষ্টতার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে।
এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।