শেখ কাজিম উদ্দিন : যশোরের তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রায় ১ কেজি ওজনের ৮টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ৪২ লাখ টাকা।
মঙ্গলবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৮টি স্বর্ণের বার (ওজন ৯৭০ গ্রাম), ৩টি মোবাইল ফোন ও একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়।
আটকৃতরা হলো- যশোর জেলার বেনােপাল পোর্ট থানার ঘিবা দিক্ষণ গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আবু সাঈদ (২৭) ও একই গ্রামের মো. শাহাজানের ছেলে মহিনুর রহমান (৩১)।
বিজিবি সূত্রে জানা যায়, আটককৃতরা স্বর্ণের বারগুলো প্যান্টের পকেটে ও মানিব্যাগের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে বহন করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঢাকার সদরঘাট এলাকার স্বর্ণ চোরাকারবারীদের কাছ থেকে এই স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে যাচ্ছিল তারা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় স্বর্ণ, রূপা, মাদক, হুন্ডিসহ বিভিন্ন চোরাচালান রোধে বিজিবির বিশেষ গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করে বিজিবি বিপুল পরিমাণ স্বর্ণ আটক করতে সক্ষম হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আটককৃত দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।