ফিরোজ আহমেদ : যশোরের বেনাপোল সীমান্তের মানকিয়া গ্রাম থেকে ৮৫ কেজি গাঁজাসহ এক কিশোরকে আটক করেছে র্যাব-৬। শুক্রবার ভোরে যশোর র্যাব ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের মানকিয়া (পূর্বপাড়া) গ্রামের লাল্টুর নির্মাণাধীন বসতবাড়ীতে অভিযান চালানো হয়। এসময় ভবনের সিড়ির নিচে লুকানো অবস্থায় চারটি বস্তায় মোট ৮৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা।
যশোর র্যাব ক্যাম্পের ইনচার্জ স্কোয়াড্রন লিডার মোঃ রাসেল জানান, আটক কিশোরের বয়স ১৮ বছরের কম হওয়ায় তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।