নিজস্ব প্রতিবেদক : বেনাপোল সীমান্তের আলোচিত পুটখালী চরেরমাঠ থেকে অজ্ঞাত এক যুবকের রহস্যেঘেরা গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকাল সাড়ে ৮ টার সময় ভারত সংলগ্ন ইছামতি নদীর পাশে বাংলাদেশ সীমান্তের নির্জণ এলাকা চরের মাঠ থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
তবে ওই যুবক- কে/বা কোথা থেকে এসে সীমান্তের এই দুর্গম এলাকায় ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছে তা নিয়েও চলছে এলাকায় নানা গুঞ্জন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে-এই সীমান্ত এলাকায় চোরাচালানির ঘটনা খুবই সাধারণ। এই সীমান্ত দিয়ে ভারত-বাংলাদেশের মধ্য এখনো বড় বড় চোরাচালানী ব্যবসা হয়ে থাকে। এপথে বাংলাদেশ থেকে স্বর্ণ ও ভারত থেকে ফেনসিডিল, মদ, অস্ত্র ও গরুসহ বিভিন্ন পণ্য সামগ্রী আসে চোরাচালানিদের মাধ্যেমে। প্রতিনিয়ত দু’দেশে পাঁচার হয় হুন্ডি। যার যতসামান্য স্বর্ণ, হুন্ডির টাকা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক ও পণ্যসামগ্রী প্রতিনিয়ত আটক করে চলেছেন বিজিবিসহ বিভিন্ন আইন শৃঙ্খলা রাকারী বাহিনী। তাই! স্থানীয়রা এই মৃত্যুকে রহস্যজনক বলে মনে করছেন।
পুটখালী সীমান্তের নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যাক্তি জানায়- সে আদৌ গলায় ফাঁসি দিয়ে আত্নহত্যা করেছে না/কি অন্যকেউ তাকে হত্যা করে অত:পর তার লাশ গাছে ঝুলিয়ে রেখেছে তা তদন্ত করলে এ মৃত্যুর রহস্য উম্মোচন হতে পারে। কারন- এর আগেও এই সীমান্ত থেকে কখনও গাছে, কোনও সময় নদী থেকে আবার কখনও নির্জণ ঝোপ থেকে অজ্ঞাত মৃতদেহ উদ্ধার হয়েছে। যা ছিলো বহিরাগত বড় ধরনের চোরাচালানীর।
বেনাপোল পোর্ট থানার এস আই খাইরুল ইসলাম বলেন, সকালে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বলেন, ধারনা করা হচ্ছে সে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে। এখনও পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের পর জানা যাবে সে কিভাবে মারা গেছে। অজ্ঞাত এই ব্যাক্তির মৃত্যুর রহস্য যশোর পিবিআই তদন্ত করবে বলে জানান তিনি।