শেখ কাজিম উদ্দিন : বেনাপোলে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) বিকেল ৩টায় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পৌর শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা আজিজুর রহমান। সভাপতিত্ব করেন বেনাপোল পৌর জামায়াতের সভাপতি মাওলানা মোঃ রিয়াছাত আলী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে মানুষের অধিকার ফিরিয়ে আনতে চায়। এজন্য দরকার পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির মাধ্যমে সরকার গঠন। এতে বিরোধী দলের জন্য ন্যায্য সুযোগ সৃষ্টি হবে এবং ফ্যাসিবাদী শাসনের জায়গা থাকবে না।
তিনি প্রতিশ্রুতি দিয়ে আরও বলেন, যদি জনগণ আমাকে যশোর-১ (শার্শা) আসনের এমপি হিসেবে নির্বাচিত করেন, তবে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলব। নারীরা যাতে নিরাপদে চলাফেরা করতে পারে, সেদিকেও গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি খাল, বিল, নদী ও বাওড় অবৈধ দখলমুক্ত করা এবং বন্যা সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করা হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির হযরত মাওলানা হাবিবুর রহমান। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে মাওলানা আজিজুর রহমানকে সমর্থন দিয়ে বিজয়ী করতে হবে, যাতে গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত থাকে।
যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ প্রকৃত প্রতিনিধিদের ভোট দিতে পারবে এবং সন্ত্রাস ও চাঁদাবাজী থেকে মুক্তি পাবে।
বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমির মোঃ রিজাউল ইসলাম বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচন চায়। তবে সঠিক সংস্কার ছাড়া কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না।
বেনাপোল পোর্ট থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী বলেন, আমরা আর ফ্যাসিবাদী শাসন মেনে নেব না। প্রয়োজনে দেশের জন্য আবার রক্ত দিতে প্রস্তুত আছি।
বাংলাদেশ ছাত্রশিবির বেনাপোল পোর্ট থানা শাখার সভাপতি মেহেদী বলেন, ১৭ বছর শহীদদের সঠিক মূল্যায়ন হয়নি। স্বাধীনতার পরও অনেক পরিবার অবমূল্যায়িত হয়েছে। ছাত্রশিবির স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে রাজপথে থাকবে।
সমাবেশে কর্মীদের উজ্জীবিত করতে সৎ লোকের শাসন চাই, দাঁড়িপাল্লায় দিন আপনার মূল্যবান ভোট স্লোগান দেওয়া হয়। এসময় স্থানীয় ও জেলা পর্যায়ের অসংখ্য নেতাকর্মীর অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন হয়।