ফিরোজ আহমেদ : যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু অপহরণ মামলার দুই আসামিসহ চারজন আটক হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে গ্রেফতারকৃতদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
শার্শা থানা পুলিশ জানায়, এসআই আসিনুর রহমান ও এসআই হুসাইন মুহাম্মদ ইমদাদুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের দুটি পৃথক টিম বৃহস্পতিবার রাত থেকে ভোর পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এদেরকে আটক করে।
শিশু অপহরণ মামলার দুই আসামি হলো- যশোরের শার্শা থানার টেংরালী গ্রামের বাসিন্দা মিলন হোসেন সরদারের ছেলে জিসান হোসেন ওরফে জিহান (১৮) ও আশরাফুল দিলদারের ছেলে মহিন হোসেন (১৮)।
এছাড়া একই অভিযানে সিআর-১০৪/২০ মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামি শার্শা থানার চালিতাবাড়ীয়া এলাকার মহিষা গ্রামের আব্দুল লতিফের ছেলে মাসুম বিল্লাহ (৪৫) এবং সিআর-১৯৮/২২ মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামি বসতপুর গ্রামের মৃত সাত্তার মোড়লের ছেলে লিটন হোসেন (৪৫)।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, শিশু অপহরণ মামলার ভিকটিমকে আগেই সুস্থ অবস্থায় উদ্ধার করে আদালতের নির্দেশে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এসাথে গ্রেফতাকৃৃতদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।