শেখ কাজিম উদ্দিন : যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ও রঘুনাখপুর বিওপির সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে গাঁজা, শাড়ি, তালা-চাবি ও কসমেটিকস সামগ্রীসহ বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ৯ লাখ ৯৮ হাজার ২৫০ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে গোয়েন্দা কার্যক্রম ও নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় এই সাফল্য এসেছে।
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে বলে তিনি জানান।