নিজস্ব প্রতিবেদক : বেনাপোল স্থলবন্দরের কার্গো ইয়ার্ড থেকে কাঁচামরিচবাহী একটি ভারতীয় ট্রাক থেকে পিস্তল ও গুলিসহ দুই নাগরিককে (ড্রাইভার এবং হেলপার) আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (৭ সেপ্টেম্বর) ১১;৪৫ ঘটিকার সময় সীমান্তের মেইন পিলার ১৮/৩ এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কার্গো ইয়ার্ডের আমদানি-রপ্তানি মেইন গেটে ভারত থেকে আগত পণ্যবাহী ট্রাক তল্লাশির সময় এ ঘটনাটি ঘটে।
আটককৃত ট্রাক ড্রাইভার- ভারতের মধ্যপ্রদেশের বিতুল জেলার সদর থানার চন্দ্রশিখর ওয়ার্ডের বাসিন্দা জাসপাল সালুজার ছেলে গুরজীত সালুজা (৩১) এবং হেলপার একই গ্রামের মালকিয়া নাওয়াদির ছেলে রামদাস নওয়াদি (২৪)।
বিজিবি সূত্রে জানা গেছে, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর সিপাহী মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল ভারতীয় ট্রাক (নং সি জি ০৪ পি ইউ-৫২৮৮) তল্লাশি চালায়। এ সময় একটি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। একইসাথে উক্ত ঘটনায় জড়িত দুই ভারতীয় নাগরিক- ট্রাকচালক গুরজীত সালুজা এবং তার সহকারী রাম দাস নাওয়াদিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, প্রথমবারের মতো এরা বাংলাদেশে পণ্যবাহী ট্রাক নিয়ে এসেছেন, তবে- পিস্তল ও গুলি কাদের নির্দেশে এপারে নিয়ে এসেছে এবং তা কাকে পৌঁছে দিতে বলেছিলো তা এখনও নিশ্চিত হতে পারেননি।
জানা যায়, কাঁচামরিচবাহী আটককৃত ট্রাকের আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকা ভিত্তিক শিমু এন্টারপ্রাইজ এবং বেনাপোলের কাস্টম ক্লিয়ারেন্স এর কাজে নিয়োজিত সিএন্ডএফ এজেন্ট ওমর এন্ড সন্স।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানিয়েছেন আটককৃত ভারতীয় নাগরিকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর কার্যক্রম এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে বিজিবির এ ধরণের কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে বলে জানান তিনি।