সীমান্তের খবর ডেস্ক : জেরুজালেমে ফিলিস্তিনি বন্দুকধারীদের হামলায় অন্তত পাঁচজন নিহত এবং সাতজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় প্যারামেডিক ও ইসরায়েলি পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, জেরুজালেমের উত্তর শহরতলীর রামত জংশনের একটি বাসস্টপে দুই বন্দুকধারী হঠাৎ গুলি চালাতে শুরু করে। এতে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত এক নিরাপত্তা কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক সাহসিকতার সঙ্গে পাল্টা গুলি চালিয়ে হামলাকারীদের দমন করতে সক্ষম হন।
প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহতদের মধ্যে রয়েছেন ৩০ বছর বয়সী তিন তরুণ, ৫০ বছর বয়সী একজন পুরুষ এবং ৫০ বছর বয়সী এক নারী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে ফিলিস্তিনি সংগঠন হামাস এ হামলার প্রশংসা করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় তদন্ত চলছে।
হামলার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। বোমা নিষ্ক্রিয়করণ দলও সেখানে কাজ শুরু করেছে, যাতে অন্য কোনো বিস্ফোরক না থাকে। তথ্যসূত্র : বিবিসি