ফিরোজ আহমেদ : যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ’ম জুলফিকার আলী ভুট্টো (৩৫) নামে এক মাদক কারবারি আটক হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত জুলফিকার আলী ভুট্টো রামচন্দ্রপুর গ্রামের কওছার মোড়লের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আলিমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালায়। এসময় ভুট্টোর বসতবাড়ি থেকে ১২ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকেই তাকে আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, জুলফিকার আলী ভুট্টো এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি এবং তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা বিপুল পরিমাণ গাঁজাসহ আসামীকে আটক করতে সক্ষম হয়েছি। পরে, আটককৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণি ১৯(খ) অনুযায়ী শার্শা থানায় মামলা নং-১০ দায়ের করা হয়েছে। বুধবারই তাকে আদালতে পাঠানো হয়েছে।