সীমান্তের খবর :: যশোরেরর বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ২৫ কেজি ভারতীয় গাঁজাসহ মদ
ও অন্যান্য চোরাচালানী পণ্যসামগ্রী জব্দ হয়েছে।
বৃহতিবার (১২ জুন ২০২৫) দিনব্যাপী যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনস্থ্য বেনাপোল বিওপি,
আমড়াখালী চেকপোষ্ট ও ধান্যখোলা ক্যাম্পের বিজিবি সদস্যরা গাজাসহ এ পণ্যসামগগ্রী আটক
করেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছেন, মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান
পরিচালনা ২৫ কেজি ভারতীয় গাঁজা, অন্যান্য মাদকদ্রব্য ও বিভিন্ন প্রকারের চোরাচালানী মালামাল
আটক করতে সক্ষম হয়েছেন। আটককৃত মালামালের বাজার মূল্য প্রায় ৩ লক্ষ ৮০ হাজার ৭ শত
৮৫ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “দীর্ঘদিন ধরে
আমাদের টহলদল মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী কার্যক্রম চালিয়ে আসছে। আমরা সীমান্ত
এলাকায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান চালিয়ে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধ করতে
প্রতিজ্ঞাবদ্ধ। তারই ধারাবাহিকতায় এ মাদক ও পণ্যসামগ্রীর চালান জব্দ করা হয়েছে।
বিজিবি কর্তৃক এই ধরনের নিয়মিত অভিযান সীমান্তের অপকর্ম রোধ, মাদকদ্রব্যের পাচার প্রতিরোধ
এবং বৈধ ব্যবসায়ীদের সুরক্ষা দিতে সহায়ক হবে বলে জানান তিনি।